প্রতিবেদন : শরীর ভাল নেই দাদুর। তাই মা তারার পুজো দিয়েই পিসির মামার বাড়ি কুসুম্বা গ্রামে অভিষেক (Abhishek Banerjee)। রাত তখন সাড়ে ন’টার আশপাশ। মামা নীহার মুখোপাধ্যায়, মামি পম্পা মুখোপাধ্যায় আর অসুস্থ দাদু অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হল, কথা হল। অনিলবাবুর স্ত্রী বছর দুয়েক আগে প্রয়াত হয়েছেন। দাদুর শরীরের খোঁজ নিয়ে কলকাতায় চিকিৎসা করানোর পরামর্শ দিলেন নাতি অভিষেক। কলকাতায় চিকিৎসা কেন দরকার, বোঝালেন মামি পম্পা মুখোপাধ্যায়কে। আলাপচারিতায় কুসুম্বা গ্রামের স্কুল, রাস্তাঘাট, উন্নয়ন উঠে এল। অভিষেক বলেন, দশ বছর আগে এসেছিলাম। তখন একটা মন্দির ছাড়া কিছুই ছিল না। একটা ক্লাব ছিল। এখন সেই ক্লাব ঘর পাকা হয়েছে। স্কুলটা প্রাইমারি থেকে হাইস্কুল হয়েছে। দেখে ভাল লাগল। এত সুন্দর রাস্তাঘাট তখন ছিল না। এখন খুব সুন্দর। গ্রামের মানুষের সঙ্গে কথা বললাম। ভাল লেগেছে।
আরও পড়ুন: ধনধান্য স্টেডিয়ামে রবীন্দ্রনাথকে প্রণাম, গান গেয়ে মাতিয়ে দিলেন মুখ্যমন্ত্রী