জনস্রোত মিশল বাবুরহাটে

Must read

ঘড়ির কাঁটা ধরে ঠিক দুটো বাজতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হেলিকপ্টার বাবুরহাটের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করল। চারদিকে তখন কালো মাথার ভিড়। যদিও সভার মাঠ দুপুর বারোটা বাজার আগেই কানায় কানায় ভর্তি হয়ে যায়। কিন্তু যখন অভিষেক (Abhishek Banerjee) মঞ্চে প্রবেশ করলেন তখনও মিছিল ঢুকছে মাঠে। কিন্তু সেখানে তিল ধারণের জায়গা না থাকায়, অনেককেই দূরে দাঁড়িয়ে মাইকে শুনতে হল তাঁর ভাষণ। জেলা তৃণমূল সভাপতি এই সভার প্রস্তুতি নিয়ে আগেই বলেছিলেন, লক্ষাধিক মানুষের ভিড় হবে এই সভা মাঠে। তাঁর কথাকেও ছাপিয়ে গিয়েছে আজকের মানুষের সমাগম। আজকের এই সভা ময়দানে চা-বলয়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই জেলার প্রতিটি ব্লক থেকে কাতারে কাতারে মানুষ বিভিন্ন যানবাহন চেপে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রচুর গাড়ির ভিড়ে একপ্রকার স্তব্ধ হয়ে যায় আলিপুরদুয়ার-ফালাকাটা নির্মীয়মাণ মহাসড়ক। পঞ্চায়েত ভোটের মুখে দলের সেকেন্ড ইন কমান্ড কী নির্দেশ দেন তা শুনতে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল দেখবার মতো। সভা সেরে ফেরার পথে আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল কর্মীদের দেখে বোঝা যাচ্ছিল যে, পঞ্চায়েত নির্বাচনের ভোকাল টনিক তারা আজকের সভা থেকে নিয়ে করে ফিরছে নিজের এলাকায়।

আরও পড়ুন- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি থাকলেই এবার মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

Latest article