ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি থাকলেই এবার মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

Must read

রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে সুবিধা পেতে নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের সংযুক্তি থাকবে সেই সব অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে। মূলত পরিষেবা নিশ্চিত করে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, রাজ্যে বর্তমানে এক কোটি ৮৭ লক্ষ ৬৩ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের সুবিধা পান। অন্যদিকে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে বলে রাজ্য সরকার আগেই জানিয়েছে।

আরও পড়ুন: রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যাঙ্ক ঋণ গ্রহণ-পরিশোধের নয়া রেকর্ড

Latest article