ব্যাটারদের ভূমিকায় ক্ষুব্ধ লারা

Must read

লখনউ, ৮ এপ্রিল : আইপিএলের শুরুতে পরপর দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবলের লাস্ট বয় সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের কাছে হারের পর শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও শোচনীয়ভাবে হারতে হয়েছে হায়দরাবাদকে। দলের ব্যাটিং ব্যর্থতাই মূলত হারের জন্য দায়ী। রবিবার ঘরের মাঠে ছন্দে থাকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স। তার আগে দলের হেড কোচ ব্রায়ান লারা (Brian Lara) ব্যাটারদের খারাপ পারফরম্যান্সে প্রচণ্ড ক্ষুব্ধ। ক্যারিবিয়ান কিংবদন্তি জানিয়েছেন, ব্যাটিং নিয়ে একেবারেই খুশি নন তিনি। পরপর দুই ম্যাচে একই ভুল হয়েছে। দ্রুত উন্নতি করতে হবে। লারা (Brian Lara) বলেছেন, ‘‘আমরা দ্রুত অনেকগুলো উইকেট হারাচ্ছি। প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুটো উইকেট হারিয়েছি। এদিন আমরা সাত বলের মধ্যে তিন উইকেট হারালাম। এটাই ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিয়েছে। আমাদের অবশ্যই ব্যাটিংয়ের দিকে নজর দিতে হবে এবং সমাধানের রাস্তাও বের করতে হবে।’’ লখনউয়ের স্পিনার-অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া শুরুতেই তিন উইকেট তুলে হায়দরাবাদকে ব্যাকফুটে ঠেলে দেন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কমলা ব্রিগেড। লারা বলেছেন, ‘‘লখনউয়ের পিচ স্ট্রোক-প্লে’র উপযুক্ত ছিল না। আমরা অজুহাত দিচ্ছি না। কিন্তু আমাদের ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে। এখানে পিচে বল ঘুরবে। নিজেদের সেভাবেই প্রয়োগ করতে হবে।’’

আরও পড়ুন- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তি থাকলেই এবার মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

Latest article