আগামী ১৩ তারিখ চতুর্থ দফায় ভোট রয়েছে রানাঘাটে (Ranaghat)। রবিবাসরীয় প্রচার পর্বে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন অভিষেক জানান ভোটের আগে বিজেপি বাড়ি বাড়ি যাবে পয়সা বিলি করতে। তখন কী করতে হবে? তিনি বলেন, ‘‘দরদাম করবেন। কাউকে ৫০০ টাকা দিলে ২০০০ টাকা চাইবেন। কাউকে ২০০০ টাকা দিলে ৫০০০ টাকা চাইবেন। এই টাকা আপনার টাকা। পাঁচ বছর আপনার সঙ্গে বঞ্চনা করেছে, ভাওতাবাজি করেছে। আপনি একদিন করবেন, ১৩ মে। স্যাঁকরার ঠুক ঠাক, কামারের এক ঘা। আপনি একদিন সুযোগ পাবেন।’’
আরও পড়ুন-রাজস্থানে ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা, মৃ.ত ৯
তবে টাকা নিলেও নিজের ভোট তৃণমূলকেই দেওয়ার বার্তাও দিলেন অভিষেক। তিনি বললেন, ‘পদ্মফুলের থেকে টাকা নেবেন আর জোড়াফুলে ভোট দেবেন।’ একইসঙ্গে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড এবারের ভোটে বিজেপিকে ৪৪০ ভোল্টের ঝটকা দেওয়ার বার্তাও দিলেন। অভিষেকের কথায়, ‘৪ জুন ভোটবাক্স খুললে, বিজেপি ৪০০ পার নয়, ৪৪০ ভোল্টের ঝটকা খায়, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। পদ্মফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, সেটা আপনাদের নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের জেরে অমিত মালব্যর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ
সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ”২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে CAA-র ঘোষণা করেছিল বিজেপি। মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবেন বলে ঘোষণা করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। কিন্তু পাঁচ বছর আগে পাস হওয়া বিল নিয়ে নিয়মাবলী ঠিক লোকসভা নির্বাচনের আগেই ঠিক করার নেপথ্যে বিজেপি-র রাজনৈতিক স্বার্থ রয়েছে। নির্বাচনের ঠিক মুখে যে সিএএ কার্যকর করেছে বিজেপি, তার আবেদনপত্রটিই ৪০ পাতার। সেখানে আগে আবেদনকারীকে বাংলাদেশী, পাকিস্তানি অথবা আফগান ঘোষণা করতে হবে। এর পর তাঁর আবেদনপত্র খতিয়ে দেখা হবে। সরকারি পরিষেবা মেলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বন্ধ হয়ে যাবে তা-ও। এর পর জাতীয় নাগরিক পঞ্জি (NRC) এনে সকলকে বের করে দেওয়া হবে। আপনারা সকলেই দেশের নাগরিক। তর্কের খাতিরে যদি নাগরিকত্ব দেওয়ার বিষয়টি মেনেও নিই, তাহলে সাত দিনের মধ্যে নাগরিকত্ব দেওয়া হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাক যে CAA-র পর NRC হবে না, তাহলে অভিষেক বন্দ্য়োপাধ্যায় নিজে CAA-কে সমর্থন করবে। এরা শুধু মিথ্যা বলে, ভাঁওতা দেয় মানুষকে, ঠকিয়ে বেড়ায়, মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিজেপি-র পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু’নম্বরি।”
অভিষেক প্রশ্ন করেন, ”অসমে ১৯ লক্ষ মানুষের নাম উঠেছে, যার মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালি রয়েছেন। তাঁদের বন্দি শিবিরে পাঠানো হয় যাঁর নেতৃত্বে, তাঁকেই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। যাঁরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক নির্বাচন করেন ভোট দিয়ে, তাঁদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কেন?”