সুপ্রিম রায়ের অবমাননা, সিবিআই নোটিশ নিয়ে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এই নির্দেশ হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।

Must read

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে সোমবার সকাল ১০ঃ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হয়। সিবিআই হেফাজতে থাকা কুন্তল ঘোষের একটি চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-শাহের পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা না দিয়ে সরকার ফেলার চক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই স্থগিতাদেশ জারির কয়েক ঘন্টার পরেই দুপুর ১ঃ৪৫ মিনিট নাগাদ সিবিআই এর পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি নোটিশ পাঠানো হয়। আগামীকাল অর্থাৎ ১৮ এপ্রিল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে বলে জানানো হয়। এই নির্দেশ হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পাওয়ার পর এই হাজিরার নির্দেশ আইনের পরিপন্থী। এই নোটিশ আদালত অবমাননার সামিল।

আরও পড়ুন-বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠির ছবি টুইট করে জানান, ‘আমাকে ‘হয়রানি’ ও ‘টার্গেট’ করতে মরিয়া হয়ে, বিজেপি সিবিআই এবং ইডিকে আদালত অবমাননার মুখোমুখি করেছে! সুপ্রিম কোর্ট সকালে কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল যেটা আমাকে তলব করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অনুমতি দিয়েছে। তবুও, আজ দুপুর ১টা ৪৫ মিনিটে ‘সমন’ হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বেহাল দশা!

 

Latest article