‘আমরা চাই দায়িত্ব নিক সুপ্রিম কোর্ট’ পুলওয়ামাকাণ্ড নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে পুলওয়ামার (Pulwama) ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

সোমবার, নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে পুলওয়ামার (Pulwama) ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “পুলওয়ামার ঘটনা নিয়ে সতপাল মালিক (Satpal Malik) যে অভিযোগ করেছেন, সে নিয়ে আমি তদন্ত দাবি করছি। এখানে একটা চকোলেট বোমা ফাটলে NIA পাঠিয়ে দিচ্ছে। কিন্তু কেন্দ্র কী তদন্ত করবে? ওরাই তো ঘটনায় জড়িত। আমরা চাই দায়িত্ব নিক সুপ্রিম কোর্ট।“

আরও পড়ুন-সুপ্রিম রায়ের অবমাননা, সিবিআই নোটিশ নিয়ে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কিছুদিন আগেই পুলওয়ামা হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সতপাল মালিক। এদিন, সেই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমরা পুলওয়ামার ঘটনার তদন্ত দাবি করছি। পুলওয়ামাকাণ্ডে সুপ্রিম কোর্টের বর্তমানে কর্মরত বিচারপতি দিয়ে তদন্ত হোক। আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। সর্বোচ্চ স্তরে গাফিলতি হয়েছে। সুতরাং বিচারবিভাগীয় তদন্ত করাই শ্রেয়।”

আরও পড়ুন-শাহের পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা না দিয়ে সরকার ফেলার চক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর

এরপরেই রাজ্যে কথায় কথায় কেন্দ্রীয় পরিদর্শন পাঠানো নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমনমন্ত্রী। তাঁর অভিযোগ, বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। মমতার কথায়, “দেশজুড়ে ভুয়ো জাতীয়তাবাদ তৈরি করা হচ্ছে। বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় দল পাঠানো হয়। কিন্তু পুলওয়ামায় ক’টা কেন্দ্রীয় দল গিয়েছিল?” এরপরেই উত্তর প্রদেশে পরপর শুটআউটে খুনের ঘটনা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”উত্তরপ্রদেশে যেভাবে অপরাধীকে মারা হল, তার বিরোধিতা করছি।” এই নিয়ে যোগী রাজ্যে কটা কেন্দ্রীয় দল গিয়েছে? প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, রাজ্যেএকটা চকোলেট বোম ফাটালেও NIA পাঠায় কেন্দ্র। ”এই রাজ্যে ১৫১ কেন্দ্রীয় দল পাঠিয়েছে৷ দলের অনেক ছেলেই এখনও জেলে আছে। পুলওয়ামাতে কটা টিম পরিদর্শন করল? এখন উত্তরপ্রদেশে কটা কেন্দ্রীয় দল পরিদর্শন করল? ১০০ দিনের কাজের লোকেদের টাকা দেওয়া হচ্ছে না। নেতারা থাকবেন এসিতে, ছাউনির নীচে। লু বইছে৷ ওনার সভায় ১১ জন মারা গেল। ৬০০ জন আহত। চোখের জল পড়েছে অমিত শাহের। কটা কেন্দ্রীয় দল গেল পরিদর্শন করতে!”

Latest article