‘সব জবাব হবে ২০২৪-এ’ বিজেপিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের

তিনি বলেন, 'বিরোধীরা একজোট হলে ২০২৪এ বিজেপি (BJP) পাওয়ারেই আসবে না, আমাদের সরকার ফেলবে কী?

Must read

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন (Nabanna) থেকে বৈঠক করে জানিয়েছেন, ‘বিজেপি সূত্রেই এই ‘তথ্য’ পেয়েছি বিজেপির লোকেরা আমায় খবর দিয়েছে যে, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বকেয়া মেটাবে না কেন্দ্র।’

আরও পড়ুন-কমল মুসলে-র ‘মাদার টেরেসা অ্যান্ড মি’-এর প্রথম পোস্টার প্রকাশিত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন স্পষ্ট করেই বলে দিলেন, ‘চব্বিশের ভোটে ওরা পাওয়ারে আসবে না, নিশ্চিন্ত থাকুন। সব বিরোধীরা একজোট হোন। আমরা সবাই যদি মিলিত হ‌ই তাহলে আমি নিশ্চিত, ২০২৪-এ বিজেপি আসবে না।’ চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ‘বিজেপি আমাদের যেন দুর্বল না ভাবে। ৩৫টা পাবে বাংলায়? আগে ৫টা পেয়ে দেখাও!’

আরও পড়ুন-‘আমরা চাই দায়িত্ব নিক সুপ্রিম কোর্ট’ পুলওয়ামাকাণ্ড নিয়ে দাবি মুখ্যমন্ত্রীর

এদিন তিনি অভিযোগ করেন, ‘বাংলার অনেক প্রকল্প বন্ধ করে দিতে চাইছে কেন্দ্র। ওরা আমাদের অনেক উন্নয়নের প্রকল্পও বন্ধ করে দিয়েছে। সরাসরি বলেছে। অনেক বিজেপির লোকই আমাদের বলেছে, ২০২৪ পর্যন্ত আমরা বাংলাকে টাকা দেব না। কেন না, তখন লোকসভা নির্বাচন। এ সব কী? এটা আমাদের প্রাথমিক অধিকার। এটা জনাদেশ। এটা আমাদের সাংবিধানিক অধিকার। এটা সরকারের কর্তব্য। ওরা পশ্চিমবঙ্গ থেকে জিএসটি সংগ্রহ করে। ওরা সব কর নেয়। রাজ্য সরকারের অধিকার নেই? অথচ আমাদের শেয়ার দেয় না। ১০০ দিনের কাজের লোকেদের মাইনে দেওয়া হচ্ছে না। ওঁরা ভুগছেন।’

আরও পড়ুন-সুপ্রিম রায়ের অবমাননা, সিবিআই নোটিশ নিয়ে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মমতা এদিন অভিযোগ করেন, ‘কেজরিওয়ালকে ডেকে দেখাতে চাইছে, দেখ মুখ্যমন্ত্রীকেও ছাড়ছি না। তোমরা সাবধান। ভয় দেখাচ্ছ? গুণ্ডাগিরির জবাব দেবেন মানুষ। ওদের রাজ্যগুলোতে আইন-শৃঙখলা নেই। বিরোধীদের শায়েস্তা করার ফন্দি। সব জবাব হবে ২০২৪-এ’ তিনি বলেন, ‘বিরোধীরা একজোট হলে ২০২৪এ বিজেপি (BJP) পাওয়ারেই আসবে না, আমাদের সরকার ফেলবে কী?’

Latest article