বাংলার রাজনীতিতে নতুন এক ইতিহাস তৈরি করেছেন অভিষেক

বাংলার রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, অশোকনগর : বাংলার রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিকে সামনে রেখে অশোকনগর শহিদ সদনে প্রস্তুতিসভায় এমনই দাবি করেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। নারায়ণ বলেন, একটা মানুষ ঘরবাড়ি ছেড়ে এই গরমে ২ মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাংলার মানুষের পছন্দের প্রার্থী দেওয়ার জন্য। এতদিন সিপিএম, কংগ্রেস, বিজেপি এমনকি তৃণমূলও দলের পছন্দের প্রার্থী দিত।

আরও পড়ুন-জাতীয় পতাকার অবমাননা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

অভিষেক প্রথম বললেন, প্রার্থী কারা হবেন, ঠিক করবেন সাধারণ মানুষ। এখানেই তিনি ব্যতিক্রমী। এটাই নব তৃণমূল। এটাকেই ভয় পেয়েছে বিরোধীরা, তাই কুৎসা করতে নেমেছে। মোদী সরকারের সমালোচনা করে বলেন, ভারতের লাইফ লাইন রেল। সময়ের সঙ্গে তার উন্নয়ন ও আধুনিকীকরণ দরকার। বালেশ্বরের ট্রেনদুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতীয় রেল কী অবস্থায় দাঁড়িয়ে। এই দেশদ্রোহী বিজেপি সরকারকে গদিচ্যুত করতে এবং বিরোধী শক্তিকে মজবুত করতে প্রথম তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন। তাঁর দেখানো পথেই কর্ণাটক বিজেপিকে হটিয়ে দেখাল। সেই পথেই গোটা দেশ থেকে হটে যাবে বিজেপি। তাই নবজোয়ার কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তৃণমূলের শক্তি আরও বাড়াতে হবে।

Latest article