জাতীয় পতাকার অবমাননা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিউ আলিপুরদুয়ার জিআরপিতে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে, আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলাকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত ও সাংসদ পদ খারিজের দাবি করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল। এনজেপি গুয়াহাটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের দিন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিউ আলিপুরদুয়ার জিআরপিতে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক।

আরও পড়ুন-৮ জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন, ১১ জুলাই হতে চলেছে ফল প্রকাশ

অবিলম্বে জন বারলাকে মন্ত্রী ও সাংসদ পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে জেলা তৃণমূল। তৃণমূলের অভিযোগ, সেদিন জাতীয় পতাকাকে পাখার মতো ব্যবহার করেছেন সাংসদ তথা মন্ত্রী। এটা আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা আলিপুরদুয়ার থানায় কথা বলার পর, রেলের নিউ আলিপুরদুয়ার জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, জাতীয় পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল। একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তা করেছেন, তাই তাঁকে মন্ত্রিত্ব ও সাংসদ পদ থেকে বহিষ্কারের দাবি রাখছি।

Latest article