৮ জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন, ১১ জুলাই হতে চলেছে ফল প্রকাশ

নির্বাচিত হয়েই ঘোষণা করলেন নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

Must read

অবশেষে ঘোষণা হল পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) দিন। আগামী ৮ জুলাই হতে চলেছে ভোটগ্রহণ। নির্বাচিত হয়েই ঘোষণা করলেন নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের তরফে এদিন জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার থেকেই নির্বাচনী বিধি কার্যকর হচ্ছে। আগামিকাল, শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ হল ২০ জুন। একদফাতেই ভোটগ্রহণ হবে । ১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল।

আরও পড়ুন-‘ইমার্জেন্সি রোগীদের হাসপাতালের ভর্তির ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে একটি মেকানিজম’, মুখ্যসচিবকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে কি না, কমিশনের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। তবে কমিশনার জানিয়েছে, ‘রাজ্য পুলিশের উপর আস্থা রাখা উচিত। সরকারি কর্মচারীরা আমাদের সহকর্মী। আমাদের উপর আস্থা রাখতে বলব।’

আরও পড়ুন-‘বাংলার মানুষ সরাসরি ফোন করে, যাঁর যা অসুবিধা রয়েছে, তা আমাকে জানাতে পারবেন’, পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

ভোট নিয়ে জল্পনা ছিল অনেকদিন ধরেই। গতবার পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছিল। নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলেও, রাজ্য নির্বাচন কমিশন সে ব্যাপারে কোনও আলাদা তথ্য দেওয়া হয়নি। এদিন মোট ২২টি জেলায় ভোটগ্রহণ হবে। তার মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এই দুই জেলায় দ্বিস্তরীয় নির্বাচন ও বাকি ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে।

Latest article