প্রতিবেদন : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুই মেদিনীপুরে দলীয় প্রার্থীদের হয়ে আজ মঙ্গলবার প্রচারে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই জেলায় অভিষেক জনসভার পাশাপাশি রোড শো-ও করবেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বাখরাবাদ জগন্নাথ মন্দির ময়দানে অভিষেকের জনসভা হবে দুপুর ১টায়। এই জনসভা ঘিরে এলাকায় শুধু তৃণমূল নেতা-কর্মীদেরই নয়, সাধারণ মানুষও উৎসাহে ফুটছেন।
আরও পড়ুন-হিংসার জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করলেন ম্যাক্রোঁ
জনসভা করেই অভিষেক চলে যাবেন পূর্ব মেদিনীপুরে। সেখানে তমলুকে করবেন রোড শো। দুপুর দুটো থেকে শুরু হবে। অভিষেকের রোড শো মানেই জনজোয়ার। তাঁকে শুধু একটু চোখে দেখার জন্যই সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা দেয়। বিশেষত যুব সমাজ তাদের প্রিয় নেতাকে কাছে পেতে আগ্রহী। এর আগে নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের রোড শো বিপুল সাড়া জাগিয়েছে। তাই তমলুকের এই রোড শো যে বিশাল আলোড়ন ফেলবে, তা সহজেই অনুমেয়। ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণ বেশ কয়েকটি জেলায় জনসংযোগ, জনসভা ও রোড-শো করেছেন অভিষেক। বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ সমাবেশে যোগ দিয়েছেন। যেখানেই তিনি গিয়েছেন সেখানেই উপচে পড়েছে মানুষের ঢল। এবার দুই মেদিনীপুর জেলার সফর ঘিরেও উন্নাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সাংগঠনিক জেলার তরফে এই জনসভা ও রোড-শোয়ের প্রচারও হয়েছে দলের তরফে। সব মিলিয়ে কী বার্তা দেন অভিষেক সেদিকে তাকিয়ে সবাই।

