কর্মসূচি পালন, শৃঙ্খলায় জোর দিলেন অভিষেক

শুক্রবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি বৈঠকে শৃঙ্খলা এবং দলীয় কর্মসূচি যথাযথভাবে পালনের উপর জোর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : শুক্রবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি বৈঠকে শৃঙ্খলা এবং দলীয় কর্মসূচি যথাযথভাবে পালনের উপর জোর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট ভাষায় বললেন, ‘দিদির দূত প্রকল্পকে আরও গভীরে ও তৃণমূল স্তরে নিয়ে যেতে হবে। অনেকেই গ্রামে রাত্রিবাস করছেন না। একটা ছবি পাঠিয়ে দায় সারছেন। এ জিনিস চলবে না। গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের সুবিধা-অসুবিধা জানতে হবে। সমস্যা সমাধানে পদক্ষেপ করতে হবে। কোথাও জনা কুড়ি মানুষ আছে বলে সেখানে নেতৃত্ব কথা বলতে যাবেন না, তা হবে না। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে কথা বলতে হবে, শুনতে হবে।’

আরও পড়ুন-দ্বিচারী কংগ্রেস, বিকল্প নীতিতে লড়বে তৃণমূল

এদিন তিনি আরও বলেন, ‘সরকারের উন্নয়নমূলক প্রকল্প কোনওরকম রং না দেখে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিধায়ক সাংসদ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের সঙ্গে দলের ছাত্র-যুব, মহিলা-সহ সব শাখা সংগঠনের সমন্বয়ন গড়ে তুলতে হবে। এই সমন্বয় প্রত্যেকটি জেলায় দরকার। শুধু তাই নয়, সরকারি কর্মসূচিতে দলীয় নেতা কর্মীদের অংশগ্রহণ করতে হবে। উদাহরণ দিতে গিয়ে অভিষেক বলেন, এই যেমন উত্তরে প্রবল ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের খুঁটি পড়ল, আলো নিভল। পর্ষদ কাজে নামল। এই ধরনের কাজগুলিতে দলীয় নেতৃত্ব এমনকি কর্মীদেরও নামতে হবে। ইমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে এসব কাজ করতে হবে।’

Latest article