কন্যাশ্রীর মতো প্রকল্প দেশ জুড়ে হওয়া উচিত : বোস

কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী থেকে দুয়ারে সরকার। সবক’টিই জনমুখী প্রকল্প। এই প্রকল্প মানুষের স্বার্থে দেশ জুড়ে হওয়া উচিত

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী থেকে দুয়ারে সরকার। সবক’টিই জনমুখী প্রকল্প। এই প্রকল্প মানুষের স্বার্থে দেশ জুড়ে হওয়া উচিত। শুক্রবার দিল্লিতে এসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস জাগোবাংলাকে একথা জানালেন। বাংলায় বিজেপি যখন কেন্দ্রের বরাদ্দ বন্ধ করার জন্য চক্রান্তে নেমেছে, তখন রাজ্যপালের এই মন্তব্য নিশ্চিতভাবে লক্ষণীয়।

আরও পড়ুন-কর্মসূচি পালন, শৃঙ্খলায় জোর দিলেন অভিষেক

রাজ্যের রিপোর্ট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। কথা হয় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও। সম্প্রতি ডিএ-র আন্দোলনকারীদের সঙ্গে রাজ্যের মধ্যস্থতা করার কথা রাজ্যপাল বলেছিলেন। তাহলে কি কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়েও মধ্যস্থতা করবেন? বোস বলেন, রাজনৈতিক কোনও বিষয়ে মধ্যস্থতার প্রশ্ন নেই। রাজ্যপালের এক্তিয়ারভুক্ত বিষয়েই কথা বলব। এদিনও তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, আমি বাংলার মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি। রাজনৈতিক মতবাদ একে অন্যের সঙ্গে আলাদা হতেই পারে। তবে রাজ্যের যাতে ভাল হয় সেই কাজই করব।

Latest article