সংবাদদাতা, বর্ধমান : প্রতিশ্রুতি রক্ষা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার গ্রামের হতদরিদ্র মানুষগুলোর ১০০ দিনের বকেয়া টাকা আটকে রেখেছে। তিনি নিজের উদ্যোগে তা মিটিয়ে দিলেন। সঙ্গে দিল্লির আন্দোলনে শামিল হওয়ার জন্য ধন্যবাদ জানালেন।
আরও পড়ুন-হিমঘরে আলু রাখা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
বৃহস্পতিবার বর্ধমান ১, মন্তেশ্বর ব্লক সহ পূর্ব বর্ধমানের একাধিক ব্লকের বিভিন্ন এলাকায় ১০০ দিনের কাজে বকেয়া থাকা শ্রমিকদের টাকা মিটিয়ে দেন তিনি। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, দিল্লিতে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে যে সমস্ত শ্রমিক গিয়েছিলেন, তাঁদের সকলের কাছেই বকেয়া হিসাবে অভিষেেকর পাঠানো টাকা ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। মন্তেশ্বর থেকে দিল্লিতে ১০০ দিনের বকেয়া টাকা চাইতে ২৬ জন গরিব শ্রমিক গিয়েছিলেন। তাঁদের সকলের হাতেই বকেয়া টাকা তুলে দেন অভিষেকের প্রতিনিধিরা। শুধু তাই নয়, তাঁদের উদ্দেশে একটি করে চিঠিও পাঠিয়েছেন। একইভাবে বর্ধমান-১ সহ আরও একাধিক ব্লকেও যে সমস্ত শ্রমিক দিল্লি গিয়েছিলেন সকলের কাছেই তাঁদের বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।