আগামী মার্চের মধ্যেই লক্ষ্যপূরণ করতে চায় রাজ্য, আরও এক কোটি বাড়িতে পানীয় জল

এখনও গ্রামীণ কিছু এলাকা রয়ে গিয়েছে এই পরিস্রুত পানীয় জলের আওতার বাইরে। এবার এই বিষয়েই তৎপর হল জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।

Must read

প্রতিবেদন : আগামী মার্চ মাসের মধ্যেই রাজ্যের আরও ১ কোটি পরিবারের কাছে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবে রাজ্য। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ৭০ লক্ষ পরিবারে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। এখনও গ্রামীণ কিছু এলাকা রয়ে গিয়েছে এই পরিস্রুত পানীয় জলের আওতার বাইরে। এবার এই বিষয়েই তৎপর হল জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।

আরও পড়ুন-প্রতিশ্রুতি রক্ষা করলেন অভিষেক, ১০০ দিনের বকেয়া পেলেন শ্রমিকরা

মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের যেসব গ্রামীণ এলাকায় এখনও পরিস্রুত পানীয় জল পৌঁছয়নি সেখানে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। কোনও এলাকা যাতে বাদ না রয়ে যায়, এ ব্যাপারে নিশ্চিত হতেই বিধানসভায় বসানো হল ড্রপবক্স। মন্ত্রী বলেন, বিধায়কদের সঙ্গে মানুষের জনসংযোগ অনেক বেশি। তাই বিধায়করা যাতে নিজেদের এলাকার পানীয় জল সমস্যার কথা জানাতে পারেন সে-কারণেই এই ড্রপবক্স বসানোর উদ্যোগ। বৃহস্পতিবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে বিধানসভায় বসানো হয় এই ড্রপবক্স।

আরও পড়ুন-হিমঘরে আলু রাখা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

এলাকায় পানীয় জলের সমস্যা থাকলে বিধায়করা তাঁদের সমস্যার কথা লিখে এই ড্রপবক্সে জমা দিতে পারবেন। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ড্রপবক্সে অভিযোগ জানানো যাবে। মন্ত্রীর আশা, বিধায়করা সকলে নিজের নিজের এলাকার পানীয় জল সংকটের কথা জানালে আমাদের দফতরের কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যাবেন। মার্চের আগেই সমস্যার সুরাহা করা হবে।

Latest article