বিজেপিকে ধাক্কার ইঙ্গিত সমীক্ষায়

বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যদি মিলে যায় তাহলে কি বিপর্যয়ের দায় নেবেন নরেন্দ্র মোদি? নাকি তখন হিমাচল প্রদেশ ও কর্নাটকের কায়দাতেই রাজ্য নেতৃত্বকে বলির পাঁঠা করা হবে?

Must read

প্রতিবেদন : পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হয়েছে বৃহস্পতিবারই। এদিন ছিল তেলেঙ্গানার ভোট। ভোটপর্ব মিটতেই বিভিন্ন বুথফেরত সমীক্ষার হিসেবে দেখা যাচ্ছে সার্বিকভাবে ধাক্কা খেতে চলেছে নরেন্দ্র মোদির দল। এই পর্বের বিধানসভা ভোট আগামী বছর লোকসভা ভোটের সেমিফাইনাল বলে মনে করছে রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে অন্তত ৩টি রাজ্যে বিজেপিকে পিছনে ফেলতে পারে কংগ্রেস। এই সমীক্ষার রির্পোট সঠিক হলে আগামী লোকসভা ভোটের জন্য গেরুয়া শিবিরের উদ্বেগ বাড়তে চলেছে। ৫ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারেই বিজেপির ‘মুখ’ ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যদি মিলে যায় তাহলে কি বিপর্যয়ের দায় নেবেন নরেন্দ্র মোদি? নাকি তখন হিমাচল প্রদেশ ও কর্নাটকের কায়দাতেই রাজ্য নেতৃত্বকে বলির পাঁঠা করা হবে?

আরও পড়ুন-আগামী মার্চের মধ্যেই লক্ষ্যপূরণ করতে চায় রাজ্য, আরও এক কোটি বাড়িতে পানীয় জল

বিভিন্ন চ্যানেলের বুথফেরথ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, রাজস্থান ও ছত্তিশগড়ের ক্ষমতা ধরে রাখবে কংগ্রেস। তেলেঙ্গানাতেও ক্ষমতাসীন বিআরএসকে পিছনে ফেলে সরকার গঠনের দাবিদার হতে পারে কংগ্রেস। অন্যদিকে, মধ্যপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ব্যক্তিগত ক্যারিশমায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি।
তবে কয়েকটি বুথফেরত সমীক্ষার রিপোর্ট রাজস্থানে কিছুটা হলেও এগিয়ে রেখেছে বিজেপিকে। অন্যদিকে, মিজোরামেও স্থানীয় দলই সরকার গঠন করবে বলে ইঙ্গিত। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।

Latest article