প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ আবার প্রত্যক্ষ করল বাংলার মানুষ। বর্ধমান থেকে বাবাকে ডায়ালিসিস করিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। ভাতারের কাছে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আটকে পড়েন ওঁরা।
আরও পড়ুন-বর্ধমানের নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ
বৃষ্টিতে ভিজে আরও অসুস্থ বোধ করতে থাকেন সোমনাথের বাবা দ্বিজপদ। বিপন্ন সোমনাথ কোনও উপায় না দেখে গিয়ে ধরেন সাংবাদিকদের। সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনেই অভিষেক সঙ্গে সঙ্গে তাঁর কনভয়ের গাড়ি পাঠিয়ে দেন। সেই গাড়িতেই সোমনাথ ও তাঁর বাবাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। অভিষেকের এই ভূমিকায় আপ্লুত সোমনাথ। বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন ওঁর প্রতি। বলেছেন, ওঁর সাহায্য না পেলে ওরকম দুর্যোগে বাবাকে জীবিত অবস্থায় বাড়ি আনতে পারতাম না। শুধু বাড়ি পৌঁছে দেওয়াই নয়, অভিষেক পরে খবর নেবেন বলেও ওঁকে জানিয়েছেন।