বর্ধমানের নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ

সোমবার রায়নার ক্যাম্পে পূর্ব বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : সোমবার রায়নার ক্যাম্পে পূর্ব বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় দলের নেতাদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনোর কথা বলেছেন তিনি। সরকারি প্রকল্পগুলির আরও বেশি করে প্রচার করার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের কথাও মনে করিয়ে দেন জেলা নেতৃত্বকে।

আরও পড়ুন-মিড-ডে মিলের প্রশংসা করে ২০০০ কোটি কেন্দ্রের, বিজেপির মিথ্যাচারের রাজনীতির পর্দাফাঁস

মানুষের সমস্যা শুনে অবিলম্বে তা সমাধানের ব্যবস্থা করতে হবে, স্পষ্ট নির্দেশ অভিষেকের। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা— বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে এ-বিষয়ে আরও বেশি করে মানুষকে বোঝাতে হবে বলে নির্দেশ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, কেন্দ্রের বঞ্চনা সম্পর্কে যত বেশি করে মানুষকে বোঝানো দরকার ছিল সেখানে খামতি থেকে যাচ্ছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কথাগুলি বোঝাতে হবে। কেন আবাসের বাড়ি-রাস্তা বাকি তা বোঝাতে হবে।

Latest article