মানুষের পাশে সর্বক্ষণ, এবার কালীপুজোর থিমে ‘অভিষেকের দূত’

Must read

পুজোর দিনগুলিতে রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকবেন অভিষেকের দূতেরা। পুজোর আগে এমনটাই কথা দিয়েছিলেন তাঁরা। আর তাই হয়েছে। দুর্গাপুজো থেকে সাধারণ মানুষের পাশের ছিল ‘অভিষেকের দূত’। আর তাই এবার হাওড়ায় কালীপুজোয় থিম ‘অভিষেকের দূত’ (Abhisheker Doot)।

আরও পড়ুন-হরিয়ানায় বিষমদ খেয়ে মৃত ১৯

দুর্গাপুজো, কালীপুজো-সহ উৎসবের সময় হাওড়া সদরের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘অভিষেকের দূত’ (Abhisheker Doot) হিসেবে রাস্তায় নেমে মানুষের পাশে রয়েছেন। পথচলতি মানুষের যেকোনও ধরনের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরা। এবার সেই ‘অভিষেকের দূত’ কালীপুজোর থিমে উঠে এল। হাওড়ার মনসাতলা একতা সংঘের ১৭তম বর্ষের পুজোর থিম ‘অভিষেকের দূত’। কীভাবে অভিষেকের দূত হিসেবে হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা উৎসবের মরসুমে মানুষের পাশে থেকে সবসময় সাহায্য করে চলেছেন তারই খন্ডচিত্র ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে। মণ্ডপজুড়ে লাগানো হয়েছে ছবি। সেইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি টাঙানো হয়েছে পুজো মণ্ডপে। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ও শিবপুর কেন্দ্র যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য ঘোষ জানান, ‘উৎসবের মরসুমে আমরা অভিষেকের দূত হিসেবে সবসময় মানুষের পাশে আছি। সেটাই এবার আমাদের পুজোর ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে আমরা কাজ করছি দর্শনার্থীদের সামনে সেটাই আমরা দেখাতে চাইছি।’

Latest article