অশান্ত মণিপুরে টানা ৩৩ ঘণ্টা বনধ, ব্যাহত জীবনযাত্রা

Must read

মণিপুরে (Manipur Violence) ২ কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় বনধের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি)। মণিপুরজুড়ে ৩৩ ঘণ্টার এই বনধের জেরে ব্যহত উপত্যকার স্বাভাবিক জীবনযাত্রা। ইম্ফল পশ্চিমের বাসিন্দা ওই দুই কিশোর অবিনাশ মাইবাম (১৬) এবং অ্যান্টনি নিংথুজাম (১৯)। গত রবিবার সকালে সেকমাই যাওয়ার পর থেকেই নিখোঁজ এই দুজন।

দুই কিশোর নিখোঁজ হওয়ার প্রতিক্রিয়ায় মণিপুরে (Manipur Violence) গঠিত হয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি। ওই দুই কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় শুরুতে সকাল ৮ টে থেকে দুপুর ১ টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা সত্ত্বেও রাজ্য সরকার নিখোঁজ দুই কিশোরের হদিস পেতে এখনও ব্যর্থ। এরই প্রতিবাদে বনধের সময়সীমা বাড়িয়ে শনিবার দুপুর ১ টা পর্যন্ত করা হয়। জেএসি হুঁশিয়ারি দিয়েছে যে রাজ্য সরকার যদি বন্ধের সময় শেষ হওয়ার আগে দুই ছেলের হদিশ না দিতে পারে তবে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। উল্লেখ্য, জেএসি নামক এই সংগঠন সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ছাত্র সংগঠন এবং সাধারণ জনগণ দ্বারা সমর্থিত।

আরও পড়ুন- হরিয়ানায় বিষমদ খেয়ে মৃত ১৯

বনধের জেরে এদিন মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি অফিস, ব্যাঙ্ক, পেট্রোল পাম্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি সবই বন্ধ করে দেওয়া হয়েছে। বনধের প্রথম দিনেই জরুরী অবস্থার জন্য কয়েকটি যানবাহন ছাড়া রাস্তাগুলি জনশূন্য হয়ে পড়ে। দুই কিশোর নিখোঁজ হওয়ার পর থেকে মণিপুর পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং তাদের মোবাইল ফোন উদ্ধার করেছে, কিন্তু সরকার তাদের অবস্থান সম্পর্কে কোনো ইতিবাচক তথ্য এখনও দিতে পারেনি। তবে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বন্ধের কোনও প্রভাব পড়েনি। এদিকে, শুক্রবার ভোররাতে বিষ্ণুপুর জেলার অধীনে বিভিন্ন স্থানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জেলার তাংজেং এবং পম্বিখোক-এ সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে একটি ব্যাপক গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Latest article