বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল ৪৮ নম্বর জাতীয় সড়কের উপর থাকা ল্যাম্পপোস্টের হাইমাস্ট আলো। কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার। অবশেষে আলো ঠিক করল রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিতে সমস্যার কথা লিখে চিঠি দেওয়ার চার দিনের মধ্যেই সমাধান হল বিদ্যুৎ সমস্যার। এই কর্মসূচিতে গত মাসের ২৮ তারিখ জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় আসেন। সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন তিনি।
আরও পড়ুন-পর্যটন, স্বাস্থ্য, রাস্তাঘাটে বদলেছে জেলা
পথে হাঁটতে হাঁটতে তিনি তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। সেই সময়ই গয়েরকাটার বাসিন্দা অদ্রিতা রায় বাড়ৈ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে তাঁদের এলাকার হাইমাস্ট লাইট না জ্বলার অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ পাওয়ার চারদিনের মাথায় হাইমাস্টটি মেরামত করা হয়। সন্ধ্যার পর গয়েরকাটা চৌপথি অন্ধকার হয়ে থাকে। যার ফলে প্রতিদিন ওই জায়গায় দুর্ঘটনা ঘটত। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে তাঁদের এই সমস্যার কথা চিঠির মাধ্যমে জানান। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বানারহাট পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করা হয়।
আরও পড়ুন-বসছে তিন আদিবাসী নেতার মূর্তি
বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এবং হাইমাস্টটি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছিল। সেইমতো তিনি সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করে মঙ্গলবার হাইমাস্ট লাইটটি মেরামতের ব্যবস্থা করেন। এই লাইটটি দেখভালের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের। ৪৮ নং জাতীয় সড়কের ওপর এই বাতিস্তম্ভটি রয়েছে। তবুও রাজ্য সরকারের পক্ষ থেকেই হাইমাস্টটি মেরামত করে দেওয়া হল। হাইমাস্টটি মেরামত হয়ে যাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন অদ্রিতা।