পরিষেবার মান জানতে পথে পুর প্রশাসক

চায়ের দোকানের আড্ডায়, বিভিন্ন বাজারে আসা লোকজনদের সঙ্গে কথা বলে পুর পরিষেবা নিয়ে তাঁদের পরামর্শ নিচ্ছেন ডাঃ সুজয় চক্রবর্তী।

Must read

সংবাদদাতা, হাওড়া : এবার রাস্তায় নেমে জনসংযোগ হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। কিভাবে পুর পরিষেবার মান আরও বাড়ানো যেতে পারে তা জানতে সরাসারি শহরবাসীর মতামত নিচ্ছেন তিনি। চায়ের দোকানের আড্ডায়, বিভিন্ন বাজারে আসা লোকজনদের সঙ্গে কথা বলে পুর পরিষেবা নিয়ে তাঁদের পরামর্শ নিচ্ছেন ডাঃ সুজয় চক্রবর্তী। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গেও দেখা করে কথা বলছেন। সেরকমই পুর প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্নাকে সঙ্গে নিয়ে উত্তর হাওড়ার ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজার, চায়ের দোকানে ঢুঁ মারলেন ডাঃ সুজয় চক্রবর্তী।

আরও পড়ুন-অভিষেকের উদ্যোগে জাতীয় সড়কে জ্বলল আলো

পুর পরিষেবা নিয়ে সেখানে আসা লোকজনদের সঙ্গে কথা বললেন তিনি। তাঁদের অভিজ্ঞতার কথা জানতে চাইলেন। কোথায় পুর পরিষেবার খামতি রয়েছে তা জিজ্ঞাসা করলেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো জনমুখী প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন তিনি। সকলেই হাওড়া শহরে পুর পরিষেবার মান অনেক বেড়েছে বলে তাঁকে জানালেন। সেইসঙ্গে কয়েকজন বাসিন্দা পুর পরিষেবা নিয়ে বেশকিছু পরামর্শও তাঁকে দিয়েছেন। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘উত্তর হাওড়ার মানুষের সঙ্গে সরাসরি কথা বললাম। মতামত নিলাম। আগামিদিনে শিবপুর, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া সহ সর্বত্র গিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুর পরিষেবা নিয়ে মতামত নেব। অনেকেই পরিষেবা সংক্রান্ত বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। সেগুলি বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হবে। শহরবাসীর পরামর্শ নিয়ে পুর পরিষেবার মান আরও উন্নত করতেই আমাদের এই উদ্যোগ।’’

Latest article