বিজেপির ফের লাশ রাজনীতি

অথচ খুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। খোঁজার চেষ্টা হচ্ছে খুনের নেপথ্যে প্রকৃত কারণ। কে বা কারা রয়েছে এর নেপথ্যে

Must read

প্রতিবেদন : ময়নার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করছে বিজেপি। বিশৃঙ্খলা সৃষ্টি করছে গোটা পূর্ব মেদিনীপুরে। অথচ খুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। খোঁজার চেষ্টা হচ্ছে খুনের নেপথ্যে প্রকৃত কারণ। কে বা কারা রয়েছে এর নেপথ্যে। কিন্তু এই ঘটনার সঙ্গে তৃণমূল যে কোনওভাবেই যুক্ত নয় তা দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক, মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন-পরিষেবার মান জানতে পথে পুর প্রশাসক

মঙ্গলবার তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনা নিয়ে শকুনের রাজনীতি করছে বিজেপি। বন্‌ধ ডেকে অশান্তি সৃষ্টি করে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। নেপথ্যে অবশ্যই বিরোধী দলনেতা। আসলে আদি বিজেপি, তৎকাল বিজেপি এবং দলবদলু বিজেপির মধ্যে টানাপোড়েন পূর্ব মেদিনীপুরে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের কর্মী খুনের পেছনে এই বিষয়টা কাজ করছে কি না তা পুলিশি তদন্তের বিষয়। কোনও ব্যক্তিগত শত্রুতা বা টানাপোড়েন এই খুনের কারণ কি না, তাও দেখছেন তদন্তকারীরা। কিন্তু এটা ঘটনা যে শুভেন্দু যখন এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করছে তখন এর নেপথ্যে অবশ্যই আছে বিজেপির অপরাধ। কারণ, বিরোধী দলনেতা জানে যে সিবিআই বিজেপির লোকেদের স্পর্শ করবে না। তার স্যাঙাতদেরও স্পর্শ করবে না। এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে শুভেন্দু এবং তার সাঙ্গোপাঙ্গদের এলাকা দখলের কাণ্ডকারখানায় অতিষ্ঠ জেলার আদি বিজেপি। তাই শুভেন্দু সিবিআই তদন্ত দাবি করা মানেই প্রমাণিত হয় নিজের লোকেদের আড়াল করে নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে সে। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বিরোধী নেতার রাজনীতি ঘৃণ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি কখনই উসকানির রাজনীতি করি না।

Latest article