অভিষেকের মনোনীত প্রার্থী শেখ হসিনুদ্দিন জয় পেলেন

কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর আসনে এবার তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা গেল তিনি ২১ ভোটে জয়লাভ করেছেন

Must read

প্রতিবেদন: গত ফেব্রুয়ারি মাসে কেশপুরের সভায় মঞ্জু দলবেরা এবং শেখ হসিনুদ্দিনকে মঞ্চে ডেকে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসেবে তাঁদের নাম ঘোষণা করেছিলেন। দু’জনেই স্বেচ্ছায় আবাস যোজনার টাকা ফিরিয়ে দিয়েছিলেন। এই সততার জন্যই তাঁদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। নির্বাচনে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখরক্ষা করলেন সেই শেখ হসিনুদ্দিন।

আরও পড়ুন-অভিষেককে অপমানের জবাব

কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর আসনে এবার তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা গেল তিনি ২১ ভোটে জয়লাভ করেছেন। হসিনুদ্দিন পেয়েছেন ২৩০ টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আবদুল জব্বর মল্লিক পেয়েছেন ২০৯টি ভোট। ভোটের দিন ওই আসনে বিরোধীরা গোলমাল পাকানোর চেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি। হসিনুদ্দিন এই প্রথম কোনও ভোটে দাঁড়ালেন। আর প্রথমবারই মানুষের সমর্থনে জিতে বাজিমাত করলেন। সেই সঙ্গে মুখরক্ষা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রার্থী হওয়ার পর হসিনুদ্দিন বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সম্মান করি। প্রার্থী করায় তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেদিনের আর এক প্রার্থী মঞ্জু দলবেরা অবশ্য আগে থেকেই তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন।

Latest article