সংবাদদাতা, কাঁথি : জেলায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘জনসংযোগ যাত্রা’-র কর্মসূচিতে তিনি চারদিন থাকবেন এই জেলায়। এই কর্মসূচিকে ঘিরে, জোড়া ফুল শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া যে বিরোধী শিবিরকে একেবারে চাপে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন-ওঁকারধাম শিবমন্দিরে পুজো দেবেন অভিষেক
ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ‘জনসংযোগ যাত্রা’-র পর আগামী ৩১ মে পূর্ব মেদিনীপুর জেলায় পা রাখবেন তিনি। প্রথমদিন রাত্রিবাস করবেন পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রে। পরের দিন অর্থাৎ ১ জুন পটাশপুরে এবং ২ জুন রামনগরে থাকবেন তিনি। ৩ জুন নন্দকুমার বিধানসভা কেন্দ্রে রাত্রিবাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেই রাজ্যের বিরোধী দলনেতার বাড়ি কাঁথির ‘শান্তিকুঞ্জ’-র পাশে বিশাল সমাবেশ করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে এক হাত নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমুলের দলীয় পদগুলো বণ্টন করা হয়েছে। গত কয়েক মাসে এই জেলায় যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে, তার ৯০% সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।
আরও পড়ুন-চার পুলিশ অফিসার সাসপেন্ড, মিছিলে নির্যাতিতার নাম প্রকাশ, আইনভঙ্গ বিজেপির
উল্টোদিকে বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পদ্ম শিবিরে একাধিকবার বিদ্রোহ ও ভাঙন দেখা দিয়েছে। এসব থেকে নজর ঘোরাতে বিরোধী দলনেতা এখন বিভিন্ন সভা সমিতিতে ভুলভাল বকছেন। এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর সফরে এসে, জোড়া ফুল শিবিরের দলীয় পরিস্থিতি পর্যালোচনা ও মজবুতির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে ফের কীভাবে এক হাত নেন, তা দেখার জন্য মুখিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক থেকে পূর্ব মেদিনীপুর জেলাবাসী। উল্লেখ্য, সাধারণ মানুষের সুবিধা- অসুবিধা তাঁদের কাছে জানতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রা। বিরোধীরা ভোট ছাড়া মানুষের কাছে পৌঁছনোর কথা ভাবেনি। বিজেপিকে সাধারণ মানুষই ভোট পাখি আখ্যা দিয়েছে।