অভিষেকের রোড-শোয়ে জনপ্লাবন

Must read

প্রতিবেদন : প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে আলিপুরদুয়ারে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহারের জনসভার সেরে আলিপুরদুয়ারে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখানে কলেজ হল্ট থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত প্রকাশ চিক বড়াইককে সঙ্গে নিয়ে রোড শো করেন অভিষেক। সব জায়গার মতো এখানেও জনসমুদ্র চোখে পড়ে। যেদিকেই চোখ যায় শুধু কালো মাথা। রোড শো শেষে গাড়ির মাথায় দাঁড়িয়েই বক্তব্য রাখেন অভিষেক (Abhishek Banerjee)। স্পষ্ট বলেন, কেন বাংলা বিরোধীদের এখানে ঠাঁই নেই। কোচবিহারের বিজেপি নেত্রীর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি দেওয়া সেই ভিডিও ফোনে চালিয়ে শোনান। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাজার টাকা বাড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। আর মোদি সরকার আপনার কাছ থেকে আধার-প্যান লিঙ্কের নাম করে হাজার টাকা কেটে নিচ্ছে। এটাই তফাত। তিনি বলেন, আগামী জুন মাসে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে তিনি ফের আসবেন বিজয় উৎসব করতে। তাঁর কথায়, এই জেলাগুলি এবং উত্তর বরাবরই বঞ্চিত ছিল। উত্তরবঙ্গের সুড়সুড়ি দিয়ে মানুষকে বোকা বানিয়েছে বছরের পর বছর। আলিপুরদুয়ার মহকুমা ছিল, জেলা করেছে আমাদের সরকার। উন্নয়ন করলে আমরাই করব। আপনাদের বোকা বানিয়ে এতদিন বিজেপি ভোট নিয়েছে। এবার ওরা টাকা বিলোতে এলে নিয়ে নেবেন কিন্তু ভোটটা দেবেন তৃণমূল কংগ্রেসকে। কারণ এই টাকাগুলো আপনাদেরই টাকা। সাফ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন- ওটা বালুরঘাট, বেলুরঘাট বা বালুঘাট নয়, তোপ তৃণমূলের

Latest article