ওটা বালুরঘাট, বেলুরঘাট বা বালুঘাট নয়, তোপ তৃণমূলের

Must read

প্রতিবেদন : বাংলার মানুষকে ঠকিয়ে ভোট ভিক্ষা চাইতে মঙ্গলবার বালুরঘাট (Belurghat) ও রায়গঞ্জে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাংলা ভাষা ও ভূমি নিয়ে বিজেপির যে ন্যূনতম শিক্ষাও নেই, সেটাই ফের প্রকাশ পেল প্রধানমন্ত্রীর সেই সভার বিজ্ঞাপনে। মোদির সভার ওই বিজ্ঞাপনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটকে (Belurghat) লেখা হয়েছে ‘বালুঘাট’। আর সেই ভুল নিয়েই নির্লজ্জভাবে চলছে বিজেপির প্রচার। এক্স মাধ্যমে বিজেপির এই অশিক্ষা নিয়ে কেন্দ্রের শাসকদলকে তুলোধোনা করেছে তৃণমূল। তৃণমূলের তরফে এই নিয়ে লেখা হয়েছে, যারা আমাদের ভাষা এবং ভূমির সম্মান করতে পারে না, তারা বাংলার মনের কথা বুঝবেই বা কী করে? বিজেপি বাংলায় একটাও আসন জয়ের সবরকম আশা ত্যাগ করেছে। তাই বাংলার লোকসভা আসনগুলির নাম শেখার ন্যূনতম চেষ্টাটুকুও নেই তাদের। প্রধানমন্ত্রী মোদিজি, ওটা বালুরঘাট। বেলুরঘাট কিংবা বালুঘাট নয়। মনে হচ্ছে, বিজেপির ট্রেনি সভাপতি কাউকে জানাতে ভুলে গিয়েছেন।

আরও পড়ুন- ভোটে ২০০ পেরবে না বিজেপি, জিতবে অবিজেপি শক্তিশালী দলগুলি: মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article