প্রতিবেদন : নিজেদের ব্যর্থতা ঢাকতে আমার বিরুদ্ধে নিত্যনতুন গল্প ফাঁদছে ইডি। এখনও পর্যন্ত তারা কোনও সঠিক তথ্য-প্রমাণ আমার বিরুদ্ধে আদালতে জমা দিতে পারেনি। শুধুই মিথ্যে গল্প বানিয়ে চলেছে। সোমবার সকালে নিউ ইয়র্কের মাটি থেকে ইডির বিরুদ্ধে কার্যত বিস্ফোরক ট্যুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দীর্ঘ ট্যুইটের প্রতিটি লাইনে তিনি বুঝিয়ে দিয়েছেন আদালতে সঠিক তথ্য-প্রমাণ না দিতে পেরে হাওয়ায় খবর ভাসিয়ে দিচ্ছে ইডি।
আরও পড়ুন-পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে নিয়ে সচেতনতা প্রচার হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসির
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, কোনও মামলায় বছরের পর বছর চালিয়ে যাচ্ছে ইডি। কিন্তু আদালতে সঠিক সময়ে প্রমাণ পেশ করার সময় খাবি খাচ্ছেন তদন্তকারীরা। তাঁর কথায়, খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের কাজই হল আমার সম্বন্ধে সংবাদমাধ্যমের সামনে কাল্পনিক গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।
আরও পড়ুন-উপলক্ষ্য আদিবাসী দিবস, ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কয়েক দিন হল চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও কয়েকটি দিন সেখানে থাকতে হবে তাঁকে। তবে চিকিৎসার প্রয়োজনে বিদেশে গেলেও রাজ্যের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের দিকে নজর রয়েছে তাঁর। তাই বাজারে বিশেষত একশ্রেণির মিডিয়ায় অবান্তর গল্প-খবর খাইয়ে দিয়ে বাজার গরম করার পুরনো স্টাইলের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি।
আরও পড়ুন-ব্যর্থতা ঢাকতে মিথ্যে গল্প ফাঁদছে ইডি, ক্ষোভ প্রকাশ অভিষেকের
অভিষেকের তোপ, বিজেপি এই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। তাঁর সংযোজন, এবার আরও বেশি করে স্পষ্ট হচ্ছে, কেন ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ। এতে অবাক হওয়ার কিছু নেই বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, নিয়োগ-সহ একাধিক মামলার শুনানিতে দীর্ঘকালীন তদন্তে সময় নষ্টের জন্য আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্য-প্রমাণ পেশের জন্য তারিখের পর তারিখ চাইছেন তদন্তকারীদের আইনজীবী। আদালত তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে। সামগ্রিক বিষয়টি উল্লেখ করেই এদিন সকালে ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে অভিষেক বলতে চেয়েছেন, রাজনৈতিক কারণে মিডিয়া ট্রায়াল করে কুৎসা করা সহজ। কিন্তু বাস্তব তার থেকে অনেক দূরে। যেমন ইডি তথ্য-প্রমাণ থেকে অনেক দূরে।