জীবন খাতার প্রতি পাতায়, এক অন্য কাহিনি

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: ‘জীবন খাতার প্রতি পাতায়’ (Jibon Khatar Proti Patay)। যে পাতায় লেখা হয়েছে অন্য এক কাহিনি। জীবনের কথা। দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো ছেলেকে কর্নিয়া দান করতে ছুটে যাওয়া এক বৃদ্ধা মায়ের যন্ত্রণা। তখনই তাঁর দুটি হাত ধরে চক্ষুদানের বিষয়ে বুঝিয়েছেন চিকিৎসক। সেলুলয়েডের পর্দায় ফুটে ওঠা এই দৃশ্য কখন যেন বাস্তবে পরিণত হয়ে গিয়েছে প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও আর কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee) অভিনয়ে। আর চিকিৎসক? বাস্তবেই তিনি মানবিক কাজে ব্রতী। বিপুল মানুষের সমর্থন পেয়ে যিনি জনপ্রতিনিধি। বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় (MLA Rana Chatterjee)।

আরও পড়ুন: বাঙ্ক থেকে ছিটকে পড়ল লাগেজ, অন্ডালের বদলে বিমান নামল দমদমে, এয়ার টার্বুল্যান্সে জখম যাত্রী

মানুষের সুখ-দঃখের সর্বক্ষণের সাথী ‘রাণাদা’ (MLA Rana Chatterjee) পর্দায় প্রথম। সেখানেও ফুটে উঠেছে তাঁর মানবিক মুখ। জীবনের গল্প নিয়ে তৈরি হওয়া একেবার নির্ভেজাল বাংলা ছবি ‘জীবন খাতার প্রতি পাতায়’ ট্রেলার লঞ্চ হল বৃহস্পতিবার। ছবি এখনও বাকি হলেও ট্রেলারেই সুপারহিট হয়ে গিয়েছে নবাগত পরিচালক দীপক সান্যালের ছবি। তবে আফসোস একটাই— ছবিটি (Cinema) মুক্তির আগেই চলে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। ট্রেলার মুক্তির দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলতে গিয়ে চোখ ঝাপসা হয়ে এল পরিচালকের। বলেন, ‘আমি নতুন পরিচালক। আমার একডাকে সাড়া দিয়েছিলেন বিশিষ্ট অভিনেতা। শুটিং করতেই করতেই রীতিমতো শিখিয়েছেন আমাদের। মুক্তির দিন তাঁকে পাব না।’

Latest article