জনস্বার্থমামলা খারিজ হাইকোর্টে

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীতে পড়ুয়ারা দীর্ঘদিন নানা অব্যবস্থা ও উপাচার্যের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। এ সবের মধ্যেই কিছুটা উপাচার্যের পক্ষ নিয়েই এক জনস্বার্থ মামলা করা হয় হাইকোর্টে (Calcutta High Court) যা বাতিল হয়ে গেল। কলকাতা উচ্চ আদালতের আইনজীবী রমাপ্রসাদ সরকার বিশ্বভারতী নিয়ে এক জনস্বার্থ মামলা করেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। মূলত ছাত্রছাত্রী ও বহিরাগতদের উপস্থিতি, উপাচার্যের বাসভবন, স্কুল, ক্লাস ইত্যাদির ৫০ মিটার দূরত্বের মধ্যে প্রতিবাদ-বিক্ষোভ বন্ধ, ব্যানার পোস্টার দূর করা, শিক্ষকদের ক্লাসে বাধা যেন না হয় ইত্যাদি বিষয়ে এই মামলাটি করেন। কিন্তু একই বিষয়ে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি মামলা দায়ের হয়েছিল। ৩ সেপ্টেম্বর এই বিষয়ে কলকাতা (Calcutta High Court) উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চ এই সমস্ত বিষয়ে দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেয় এবং তার রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব এবং প্রশাসনকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই পিটিশন খারিজ করে দেন। বেঞ্চ স্পষ্ট করে বলে যে, বিশ্ববিদ্যালয়ের পিটিশনের ভিত্তিতে চলতি বছরের ৮ মার্চ সিঙ্গল বেঞ্চ এ ব্যাপারে এই অভিযোগগুলোর উপর নজর রেখেই বিশ্বভারতীতে পড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নির্দেশ দেয়। তাই একই বিষয়ে ডিভিশন বেঞ্চের কোনও রায় দেওয়ার যুক্তি নেই, যেখানে বিশ্বভারতীতে কোনও ছাত্র বিক্ষোভ নেই।

আরও পড়ুন: জীবন খাতার প্রতি পাতায়, এক অন্য কাহিনি

Latest article