সংবাদদাতা, পুরুলিয়া : আবার বিজেপির ছন্নছড়া দশা প্রকাশ্যে। দলের এক মণ্ডল সভাপতির দুরকম পদবি, যা নিয়ে ব্যঙ্গের খোরাক হতে হচ্ছে। আর যাঁর পদবিবিভ্রাট ঘটানো হয়েছে, তিনি নিজেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ঘটনাটি বিজেপির পুরুলিয়া জেলা ওবিসি মোর্চার (Purulia BJP OBC Morcha)। একজনের পদবি একবার বাউইর, একবার প্রামানিক দেখানো হয়েছে। ওবিসি মোর্চা সম্প্রতি সংগঠনের মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেছে। সাঁতুড়ির মণ্ডল সভাপতি করা হয়েছে দলের পুরোনো কর্মী জগবন্ধু বাউড়িকে। তালিকায় তাঁর পদবি বাউইর। ওই পদবির কোনও বিজেপি কর্মী এলাকায় নেই। তাছাড়া বাউড়িরা ওবিসি নন, তফসিলি জাতি। তাঁর সঙ্গে আলোচনা না করে তাঁকে মণ্ডল সভাপতি করায় জগবন্ধু বাউড়ি ক্ষোভ প্রকাশ করলে তড়িঘড়ি তালিকায় তাঁর পদবি বদলে প্রামানিক করা হয়। ওবিসি মোর্চার (Purulia BJP OBC Morcha) জেলা সভাপতি বিরিঞ্চি কুমার বলেন, পদবি ভুল ছিল বলে সংশোধন করা হয়েছে।
আরও পড়ুন: বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি
জগবন্ধু বলেন, এলাকায় জগবন্ধু প্রামাণিক নামে কোনও বিজেপি কর্মী নেই। তালিকায় যে ফোননম্বর নামের পাশে দেওয়া, সেটি তাঁর। ক্ষুব্ধ জগন্নাথ বলেন, অন্য কেউ দায়িত্ব নিক। এলাকার মণ্ডল সভাপতি অরূপ আচার্যের একনায়কতন্ত্রের বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। এই বিতর্কে মুখে কুলুপ নেতাদের। কিছু কর্মীর বক্তব্য, নেতারা যে জনবিচ্ছিন্ন এটা তারই প্রমাণ।