কেন্দ্রের বঞ্চনা উড়িয়ে বাড়ল কর্মদিবস, মজুরি

১০০ দিনের কাজে উদ্যোগী রাজ্য

Must read

সংবাদদাতা, বহরমপুর : রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় অভিযোগ করেন, গত ডিসেম্বর থেকে রাজ্যের বৈধ জব কার্ডধারীদের ১০০ দিনের (100 Day’s of Work) কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। ‘নারেগা’ প্রকল্পের ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে তারা। এই পরিস্থিতিতে কেন্দ্রের ভরসায় না থেকে এগিয়ে এসেছে রাজ্য সরকারের বিভিন্ন দফতর। জেলার শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। তাদের উদ্যোগে কাজ করছেন জেলার কয়েক লক্ষ ‘জব কার্ড হোল্ডার’। চলতি বছরের এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২ লক্ষের বেশি শ্রমিক কাজ পেয়েছেন। সাড়ে ১৫ লক্ষের বেশি কর্মদিবস তৈরি হয়েছে জেলায়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৯-১০টি দফতর থেকে কাজ পাচ্ছেন শ্রমজীবী মানুষ। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) নির্মল ঘরামি বলেন, পঞ্চায়েত এবং পূর্ত দফতরের তরফে প্রচুর কাজ করছেন জেলার মানুষ। এছাড়া সেচ, বিদ্যুৎ ও বন দফতরের কাজও শুরু হয়েছে। ৯-১০টি দফতর থেকে নিয়মিত কাজ পাচ্ছেন জব কার্ড হোল্ডাররা। জেলায় আছেন ৯ লক্ষ ৮১ হাজার ১২৩ জন জব কার্ড হোল্ডার। যাঁরা ১০০ দিনের (100 Day’s of Work) কাজে প্রতিদিন যেখানে ২১৩ টাকা পেতেন, এখন পাচ্ছেন ২৬৯ টাকা। এ বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ১৫ লক্ষ ৬২ হাজার ৮৩৪ দিন কর্মদিবস হয়েছে। ২ লক্ষ ১৮ হাজার ৩৮৯ জনকে কাজ দেওয়া গিয়েছে। গত বছর ১ কোটি ২২ লক্ষ কর্মদিবসের লক্ষমাত্রা এবার বেড়ে হয়েছে ১ কোটি ৬২ লক্ষ।

আরও পড়ুন: পুরুলিয়ায় বিজেপি ওবিসি মোর্চার পদ নিয়ে কেচ্ছা

Latest article