অ্যাসিড পোকার হানা

এখনও পর্যন্ত শিলিগুড়ি শহরে আক্রান্ত কয়েকশো মানুষ। তবে স্বাস্থ্য দফতরও শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে সচেতনতার বার্তা দিয়েছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : অ্যাসিড পোকার আক্রমণ ক্রমশ বাড়ছে। আতঙ্কিত শিলিগুড়িবাসী। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরে ছড়িয়ে গিয়েছে অ্যাসিড পোকা। কালো আকারের এই পোকাটি মানুষের শরীরে বসলেই সেই জায়গায়টি পুড়ে যাচ্ছে। ফলে ব্যথা ও যন্ত্রণায় ভুগতে হচ্ছে কম করে দশ থেকে পনেরো দিন। এই ঘটনা প্রতিদিন ঘটেই চলেছে।

আরও পড়ুন-পর্যটন জেলার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক

এখনও পর্যন্ত শিলিগুড়ি শহরে আক্রান্ত কয়েকশো মানুষ। তবে স্বাস্থ্য দফতরও শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে সচেতনতার বার্তা দিয়েছে। এই পোকার আক্রমণ থেকে বাঁচতে চিকিৎসকরা সতর্ক করছেন মানুষকে। জারি করা হয়েছে নির্দেশিকাও। তাতে বলা হয়েছে ১) মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। ২) শোয়ার আগে ঝেড়ে নিতে হবে বিছানা। ৩) শরীরের কোনও অংশে লালচে হলে বা জ্বালা করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Latest article