পর্যটন জেলার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক

২০১৪ সালের ২৫ জুন, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলা ঘোষণার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই জেলা হবে ‘পর্যটন জেলা’।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ২০১৪ সালের ২৫ জুন, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলা ঘোষণার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই জেলা হবে ‘পর্যটন জেলা’। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়নে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় পর্যটন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। পর্যটন প্রসারে রাজ্য সরকারের সদিচ্ছার কথা পর্যটন ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা।

আরও পড়ুন-রক্তাক্ত আমেরিকার স্বাধীনতা দিবস, বন্দুকবাজের হামলায় মৃত ৬, জখম ৩০

পর্যটন ব্যবসায়ীদের কোনও সমস্যা থাকলে তা দ্রুত জেলা প্রশাসনকে জানানোর কথাও বলা হয়েছে বৈঠকে। রাজ্য সরকার হোমস্টেগুলির পরিকাঠামো উন্নতির জন্য অনুদান দেবার ব্যবস্থা করেছে, তাই জেলার হোমস্টেগুলিকে সরকারি ভাবে নথিভুক্ত হওয়ার আবেদন জানান জেলাশাসক। ট্যুরিস্ট গাইডদের ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে প্রশিক্ষণও দেওয়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া জেলার পর্যটন শিল্প যে বাড়তি অক্সিজেন পাবে তা বলার অপেক্ষা রাখে না।

Latest article