সংবাদদাতা, বোলপুর ও বর্ধমান : রাজ্যপালের নতুন নাটক। রাজভবনের উত্তরভাগ তোরণের নামকরণ হতে চলেছে ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক’। তার আগে ছাতিমতলায় একবার সেই ফলক ছুঁইয়ে নিয়ে গেলেন। বুধবার শান্তিনিকেতন সফরে এসে ফটকের নামের ফলক উন্মোচন ও শুদ্ধীকরণ সেরে নিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
আরও পড়ুন-সংগঠনকে আরও সুসংহত করার ডাক কোর কমিটির
রবীন্দ্রভবন সংগ্রহশালা, ছাতিমতলা, উপাসনাগৃহ ঘুরে দেখেন৷ এর পাশাপাশি বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান হাসপাতালে যান, সন্ধে ৭টা নাগাদ। আহতদের সঙ্গে কথা বলেন। কার কী অসুবিধা রয়েছে, কী সাহায্য চাইছেন জানতে চান। সাংবাদিকদের জানান, গোটা বিষয়টিতে নজরে রেখেছেন। হাসপাতালে ভর্তি এক শিশুর পড়াশোনার ক্ষতির কথা তার মায়ের কাছ থেকে শুনে প্রতি মাসে রাজভবন থেকে ওই শিশুর শিক্ষার জন্য ৫ হাজার টাকা করে ১ বছর দেওয়ার কথা ঘোষণা করেন। হাসপাতাল থেকে যান দুর্ঘটনাস্থলে।