সংবাদদাতা, সুন্দরবন : মন্ত্রী হয়েই সক্রিয় নতুন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। নিম্নচাপের জেরে বিপন্ন হতে পারে সুন্দরবন। তাই আসন্ন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সুন্দরবনের বাঁধের ভাঙন রুখতে সেচ দফতরকে বিশেষভাবে তৎপর হওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী। সোমবার বেলায় কাকদ্বীপের সেচভবনে তিনি একটি বৈঠক করেন। বৈঠকে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমীর জানা, মন্টুরাম পাখিরা, সেচ দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র।
আরও পড়ুন-বিজেপি ছেড়ে তৃণমূলে, যোগ দিল ১০০ পরিবার
প্রায় দু’ঘণ্টা চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে প্রভাত মিশ্র ও মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় নামখানার বুধাখালিতে একটি নির্মীয়মাণ বাঁধ পরিদর্শন করেন। বৈঠকে নিম্নচাপ ও কোটালের জেরে বাঁধের পরিস্থিতি কী হতে পারে এবং কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তড়িঘড়ি বাঁধ মেরামতিতে হাত লাগানোর নির্দেশ দেন মন্ত্রী। সুন্দরবনকে রক্ষা করাই মূল চ্যালেঞ্জ বলে তিনি জানান। পরে পার্থ বলেন, ‘‘সোম থেকে বৃহস্পতি নিম্নচাপ ও পরে পূর্ণিমার ভরা কোটাল। কার্যত এই দিনগুলিকে মোকাবিলা করা প্রধান চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। সেচ দফতরের প্রধান সচিবের উপস্থিতিতে বৈঠক হল। সবরকমভাবে মোকাবিলা করা হবে। সব কর্মী সতর্ক থাকবেন।’’
আরও পড়ুন-হাজারদুয়ারিতে প্রবেশমূল্য নেই, বাড়ছে ভিড়
এদিন সকাল থেকে আকাশ ছিল মেঘলা। দফায় দফায় বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি। ১১ অগাস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৌসুনি দ্বীপ, কুলতলি, ক্যানিং, সাগরে পুলিশ মাইকিং করছে। উপকূলের বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে ফ্ল্যাড সেন্টার বা স্কুলবাড়িতে উঠে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। কাকদ্বীপ, ক্যানিং মহকুমা অফিসে বিপর্যয় মোকাবিলার জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম খোলা হয়েছে।