একমাসে আদানিদের মূলধন কমেছে ১২ লক্ষ কোটি টাকা

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের দিন আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত ১০টি সংস্থার মোট বাজার মূলধন ছিল ১৯ লক্ষ ১৯ হাজার ৮৮৮ কোটি টাকা

Must read

প্রতিবেদন : ঠিক এক মাস আগে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ হয়েছিল। এই এক মাসের মধ্যে আদানি গোষ্ঠীর বাজার মূলধন ৭ লক্ষ ২০ হাজার ৬৩২ কোটি টাকায় নেমে এসেছে। ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের দিন আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত ১০টি সংস্থার মোট বাজার মূলধন ছিল ১৯ লক্ষ ১৯ হাজার ৮৮৮ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক মাসে আদানি গোষ্ঠীর বাজার মূলধনে ক্ষতি হয়েছে (শুক্রবার শেয়ার বাজার বন্ধের পর) ১১ লক্ষ ৯৯ হাজার ২৫৬.৬৬ কোটি টাকা। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে কারচুপি এবং হিসাবে জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল হিন্ডেনবার্গের রিপোর্টে।

আরও পড়ুন-কার্শিয়াঙে লাইনচ্যুত টয়ট্রেন

ওই রিপোর্টে আদানি গোষ্ঠীর ক্রমবর্ধমান ঋণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছিল। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, আদানিদের সাতটি প্রধান তালিকাভুক্ত সংস্থার ৮৫ শতাংশ শেয়ারে নিম্নমুখী ঝুঁকি রয়েছে। শুক্রবার পর্যন্ত আদানি গোষ্ঠীর আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্রান্সমিশনের মাত্র এক মাসে প্রায় ৮০ শতাংশ বাজার মূলধন কমে গিয়েছে। উল্লেখ্য, আদানি গোষ্ঠীর তিনটি তালিকাভুক্ত সংস্থা তাদের ৫২ সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মাত্র দুটি সংস্থার শেয়ার এখন ১ লাখ কোটি টাকার বেশি বাজার মূলধন রয়েছে। আদানি টোটাল গ্যাসের বাজার মূল্য ৩.৪৪ লক্ষ কোটি টাকা কমেছে। আদানি এন্টারপ্রাইস ২.৩৮ লক্ষ কোটি টাকা, আদানি ট্রান্সমিশন ২.২৮ লক্ষ কোটি এবং আদানি গ্রিন এনার্জির ২.২৬ লক্ষ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে৷

Latest article