কার্শিয়াঙে লাইনচ্যুত টয়ট্রেন

কার্শিয়াংয়ের গোথালের কাছে ইঞ্জিনটি লাইনচ্যূত হয়ে যায়। রাস্তার পাশে কাত হয়ে যায় ইঞ্জিনটি। সেইসময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না।

Must read

সংবাদদাতা, দার্জিলিং : ফের লাইনচ্যুত টয় ট্রেনের ইঞ্জিন। কার্শিয়াংয়ের কাছে এই ঘটনায় কোনওক্রমে বাঁচলেন চালক। ঘটনাটি ঘটেছে তিনধারিয়া ও তুংয়ের মাঝের একটি জায়গায়। বৃহস্পতিবার ওই টয়ট্রেনটি সার্ভিসিংয়ের জন্য দার্জিলিং থেকে তিনধারিয়া শেডে আনা হচ্ছিল। এটিকে টেনে আনছিল অন্য একটি স্টিম ইঞ্জিন।

আরও পড়ুন-নারী-শিক্ষার মশাল হাতে শ্যামমোহিনী

কার্শিয়াংয়ের গোথালের কাছে ইঞ্জিনটি লাইনচ্যূত হয়ে যায়। রাস্তার পাশে কাত হয়ে যায় ইঞ্জিনটি। সেইসময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। লাফিয়ে কেবিন থেকে বেরিয়ে আসেন চালক। সূত্রের খবর, তিনধারিয়া শেডে আনার সময়ে ছিল দুটি বগি ও একটি ইঞ্জিন। সেটিকে টেনে আনছিল অন্য একটি ইঞ্জিন। সেটিই লাইনচ্যূত হয়ে যায়। ওই অবস্থায় বেশ কিছুক্ষণ সেটি পড়ে থাকে। খবর পেয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রেনটিকে সরানোর ব্যবস্থা করে।

Latest article