বাড়তি বিল, স্বাস্থ্য কমিশনের কোপে পাঁচ হাসপাতাল

অভিযোগ পেয়ে পাঁচটি হাসপাতালকে রোগীর পরিবারকে টাকা ফেরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের সতর্ক করল কমিশন।

Must read

প্রতিবেদন: ফের ভুয়ো বিলের (bill) অভিযোগে রাজ্য স্বাস্থ্য কমিশনের কোপে পাঁচ বেসরকারি হাসপাতাল। অভিযোগ পেয়ে পাঁচটি হাসপাতালকে রোগীর পরিবারকে টাকা ফেরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের সতর্ক করল কমিশন। আলিপুরের একটি নামী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন-বাংলার কৃষকদের ফের বঞ্চনা

তার ফলে, অন্য বিমা থেকে আড়াই লক্ষ টাকা দেওয়ার পরেও রোগীর পরিবারকে আলাদা করে আরও প্রায় ৩০ হাজার টাকা দিতে হয়। বাইপাসের তিনটি ও দক্ষিণ কলকাতার একটি হাসপাতালের বিরুদ্ধে কমিশনের নির্দেশিকা না মেনে বিল করার অভিযোগও জমা পড়ে কমিশনে। রোগীর পরিবারের তরফে অভিযোগ, ফলে বিল বাবদ অতিরিক্ত টাকা দিতে হয়েছে তাঁদের।

আরও পড়ুন-Healthy Lungs: ফুসফুসের সুরক্ষায় খাদ্যের ভূমিকা

সব মিলিয়ে এই সব ঘটনায় মোট পাঁচটি হাসপাতালকে সতর্ক করে দেওয়াও হয়েছে। সেই সঙ্গে মোট সাড়ে তিন লক্ষ টাকারও বেশি রোগীর পরিবারকে ফেরাতে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। সোমবার এই অভিযোগগুলি নিয়ে শুনানি হয় কমিশনে। তারপরই কমিশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। আর স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ায় অভিযুক্ত হাসপাতালকে কড়া ভাষায় সতর্ক করেছে কমিশন। সূত্রের খবর, কমিশনের নির্দেশ পেয়ে টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতালগুলি।

Latest article