অ্যাডিনো তীব্রতা কমছে

Must read

প্রতিবেদন : বি সি রায় হাসপাতালে (BC Roy Hospital) আবারও শিশুমৃত্যু। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টা থেকে সোমবার সকাল পর্যন্ত মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে আরও ৪টি শিশুর। এর মধ্যে গতকাল রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে মারা গিয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বাদুড়িয়ার দুটি শিশু। রাত ১টা নাগাদ আরও একটি শিশুর মৃত্যু হয়। চতুর্থ শিশুটি মারা যায় সোমবার সকালে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা ১০ মাসের শিশুটি অ্যাডিনো ভাইরাসে (West Bengal- Adenovirus) আক্রান্ত হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত রাজ্যে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অ্যাডিনো ভাইরাস (West Bengal- Adenovirus) প্রাণ কেড়েছে ১৪৭টি শিশুর। এর মধ্যে কলকাতার বি সি রায় শিশু হাসপাতালেই মারা গিয়েছে ৭৫টি শিশু। এছাড়া, আর জি করে ২৫, কলকাতা মেডিক্যাল কলেজে ২০ এবং চিত্তরঞ্জন সেবাসদনে ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করেছে। টাস্ক ফোর্সের সদস্যরা ইতিমধ্যে বৈঠকও করেছেন। বৈঠকে কলকাতা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা শিশুদের মধ্যে কতজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত, চিকিৎসা পরিকাঠামো, অতিরিক্ত বেডের ব্যবস্থা প্রভৃতি নিয়ে আলোচনা হয়। তবে সুখের বিষয়, গরমের তীব্রতা বাড়তেই অ্যাডিনোর প্রকোপ অনেকটাই কমেছে। স্বাস্থ্য দফতর বারে বারে বলছে জ্বর হলেই হাসপাতালে আনতে। কিন্তু তাদের নিয়ে আসা হচ্ছে দেরিতে। এজন্যই সমস্যা।

আরও পড়ুন: রেল দুরবস্থায় উচ্চমাধ্যমিক শুরু

Latest article