ভাঙড়ে সংগঠন গড়ার কাজ শুরু শওকত মোল্লার

Must read

প্রতিবেদন : দলের তরফে দায়িত্ব পাওয়ার পরই ভাঙড়ের সংগঠনের কাজে নেমে পড়লেন বিধায়ক শওকত মোল্লা (MLA Saokat Molla)। সোমবার বিধানসভায় আরাবুল ইসলাম ও ডাঃ রেজাউল করিমকে নিয়ে বৈঠক করলেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ভাঙড় ১ এবং ভাঙড় ২-এ একাধিক সাংগঠনিক কমিটি তৈরি করা হবে। অঞ্চল কমিটি, বুথ কমিটি, বিধানসভা কমিটি তৈরি করে কাজে নামবে দল। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তপোক্ত করাই এখন প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি সকলকে নিয়ে একসঙ্গে পথ চলবেন বলে বিধানসভায় দাঁড়িয়ে জানালেন শওকত মোল্লা (MLA Saokat Molla)। একইসঙ্গে তিনি বলেন, রবিবার ফুরফুরা শরিফে ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরে প্রার্থনার সময় কয়েকটি ৮ থেকে ১০ বছরের বাচ্চা ছেলেকে কাজে লাগিয়ে চরম নোংরামো করে আইএসএফ। বিধায়ক নৌশাদের ভাই হুমকি দিয়ে বলে তৃণমূল কংগ্রেসের কেউ এখানে প্রার্থনা করতে পারবে না। এর প্রতিবাদ সরব হন শওকত। তাঁর অভিযোগ, যে কোনও ধর্মীয় স্থানে যে কেউ যেতে পারে।

আরও পড়ুন: ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম

Latest article