ভারতীয় দলের নতুন স্পনসর অ্যাডিডাস

কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সরে যায়। ফলে অস্থায়ী কিট স্পনসর হিসেবে নেওয়া হয়েছিল কেওয়াল কিরণ ক্লোদিং লিমিটেডকে

Must read

মুম্বই : ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হতে চলেছে অ্যাডিডাস। আগামী মাসেই বিসিসিআইয়ের সঙ্গে জার্মান ক্রীড়া প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। সোমবার জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। আপাতত দুই পক্ষের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হবে। ফলে ওভালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেই রোহিত শর্মাদের জার্সিতে জ্বলজ্বল করবে অ্যাডিডাসের লোগো। এতদিন জাতীয় ক্রিকেট দলের কিট স্পনসর ছিল এমপিএল স্পোর্টস।

আরও পড়ুন-মেসির সঙ্গে খেলতে চান লেয়নডস্কি

কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সরে যায়। ফলে অস্থায়ী কিট স্পনসর হিসেবে নেওয়া হয়েছিল কেওয়াল কিরণ ক্লোদিং লিমিটেডকে। তবে চলতি মাসেই তাদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বোর্ড সূত্রের খবর, ২০২৮ সাল পর্যন্ত অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হচ্ছে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ছাড়াও একদিনের বিশ্বকাপ এবং আগামী বছরের টি-২০ বিশ্বকাপেও অ্যাডিডাসের লোগো পরে মাঠে নামবে ‘মেন ইন ব্লু’।

Latest article