মাধ্যাকর্ষণের মায়া কাটাল ‘আদিত্য’

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে‌ বেরিয়ে যাওয়ার পর এবার আদিত্যর লক্ষ্য, সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল ওয়ান পয়েন্ট

Must read

প্রতিবেদন : পৃথিবীর কক্ষপথ একের পর এক ধাপ অতিক্রম করে সূর্যের দিকে আরও কাছে ইসরোর সৌরযান আদিত্য-এল ওয়ান। পরিকল্পনা মতোই ইসরোর সৌরযান কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে‌ বেরিয়ে গিয়েছে। এবার তার লক্ষ্য শুধুই সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল ওয়ান পয়েন্ট। সোমবার ভারতীয় সময় রাত ২টো নাগাদ আদিত্য-এল ওয়ান পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে গিয়েছে বলে ইসরো এক্স হ্যান্ডেলে জানিয়েছে।

আরও পড়ুন-কাপ-যুদ্ধে বিরাটরাই ফেভারিট : পিটারসেন

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে‌ বেরিয়ে যাওয়ার পর এবার আদিত্যর লক্ষ্য, সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল ওয়ান পয়েন্ট। পৃথিবী থেকে দূরের কোনও মহাজাগতিক বস্তুর দিকে আগেও মহাকাশযান পাঠিয়েছে ইসরো। এ নিয়ে পঞ্চমবার তারা মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথের বাইরে পাঠাতে সফল হল। এর আগে চন্দ্রযান-৩-এর ক্ষেত্রেও একই সাফল্য পেয়েছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।

আরও পড়ুন-কসবা হাইস্কুল নিয়ে সিদ্ধান্ত হাইকোর্টের

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল ওয়ান। তারপর এতদিন পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের অধীনে তার চারপাশেই পাক খাচ্ছিল সেটি। পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব পুরোপুরি কাটিয়ে সেটি বেরোতে পেরেছে। সৌরযান
আদিত্য সূর্য এবং পৃথিবীর মাঝের এল ওয়ান পয়েন্টে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। সূর্য সম্পর্কে বহু অজানা তথ্য এর ফলে জানা যাবে বলে ভারতীয় বিজ্ঞানীদের আশা।

Latest article