কাপ-যুদ্ধে বিরাটরাই ফেভারিট : পিটারসেন

বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। আয়োজক ভারত ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার

Must read

লন্ডন, ১৯ সেপ্টেম্বর : বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। আয়োজক ভারত ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন মনে করছেন, ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের দৌড়ে সব থেকে এগিয়ে থাকবে ভারত। ওরাই ফেভারিট। তারপরেই তিনি ফেভারিটদের তালিকায় রাখছেন গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। পাকিস্তানকে বিপজ্জনক দল বলছেন পিটারসেন।

আরও পড়ুন-শুরুতেই পাঁচ গোল খেল ভারত

সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপের দাবিদার প্রসঙ্গে পিটারসেন লিখেছেন, ‘‘এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে ভারত। রোহিত শর্মার দলই বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার। ফেভারিট তকমার নিরিখে ভারতের ঠিক পরেই থাকবে ইংল্যান্ড।’’
তবে কেপি মনে করছেন, কাপ জয়ের দাবিদার হিসেবে লড়াইয়ে আছে আরও অনেক দলই। পিটারসেনের বক্তব্য, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের পর বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন ওদের দলের সম্পদ। পাকিস্তান সব সময়ই বিপজ্জনক দল। আর অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই ফরম্যাটের বিশ্বকাপে সব থেকে সফল দল ওরা। ওরাও থাকবে স্বমহিমায়। নিউজিল্যান্ডও দৌড়ে থাকবে।’’

আরও পড়ুন-শ্রীনিকেতনে শিল্পোৎসবে নন্দলাল বসুর আমলে হত জুতো পুজো

এবারের বিশ্বকাপে অনেকগুলি দলই খেতাব জয়ের দাবিদার। তবে কেপি বুঝিয়ে দিয়েছেন, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মধ্যে বিশ্ব খেতাব জয়ের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Latest article