দুর্গাহুড়ি ইকোপার্ক বাঁচাতে উদ্যোগী প্রশাসন

পার্কের লেকে পরিযায়ী পাখিদের ভিড় বাড়ত। শীত পড়ার সঙ্গে সঙ্গে বহু পর্যটকের গন্তব্য হত ইকো পার্ক। বনভোজন করতে আসত অনেকে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের দুর্গাহুড়ি ইকোপার্কের পরিবেশ রক্ষা করতে নামল প্রশাসন। প্রাকৃতিক উপায়ে গড়ে-ওঠা বিশাল টলটলে জলের লেক ঘিরে শালসেগুনের ঘন সবুজ জঙ্গল। সবুজের বুক চিরে লাল মোরামের পথ। সব মিলিয়ে দৃষ্টিনন্দন এই পার্কটি বহু আগে গড়ে উঠে বনবিভাগের চেষ্টায়।

আরও পড়ুন-ফিরল ভাই ও বোনের চোখের আলো

পার্কের লেকে পরিযায়ী পাখিদের ভিড় বাড়ত। শীত পড়ার সঙ্গে সঙ্গে বহু পর্যটকের গন্তব্য হত ইকো পার্ক। বনভোজন করতে আসত অনেকে। সাঁকরাইল ব্লকের সেই দুর্গাহুড়ি ইকোপার্কটি বর্তমানে সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে। ছড়িয়ে-ছিটিয়ে মদের বোতল, আবর্জনা। পার্কটি খড়্গপুর বনবিভাগের অধীন। এলাকাবাসীর অভিযোগ, বন দফতরের অবহেলায় পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে। এখন পর্যটক আসে না। সন্ধে হলেই সমাজবিরোধীদের উৎপাত। পার্কের বেহাল দশা। গাছতলার বিশ্রাম নেওয়ার আসন ভেঙে পড়ছে। জানালার লোহার রড চুরি গিয়েছে। সুন্দরভাবে তৈরি কালভার্টের দেওয়ালে ফাটল। এক সময় পর্যটকে গম-গম করত, এখন সে সব অতীত। বিডিও রথীন বিশ্বাস বলেন, ‘ইকোপার্কটি বন দফতরের অধীন। বিষয়টি আমি বন দফতরকে জানাব। সেই সঙ্গে সাঁকরাইল থানার পুলিশকে বলব, পার্কের আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে তার ব্যবস্থা নিতে।’

Latest article