ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতা ও দুর্নীতি, রানিগঞ্জে আবার খনি এলাকায় ধস

গ্রামের কয়েকজন জঙ্গলে ছাগল চরাতে গিয়ে লক্ষ্য করেন, প্রায় আট-দশ ফুট ব্যাসার্ধের এক বিশাল গহ্বর। আর তা থেকে ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে।

Must read

সংবাদদাতা, আসানসোল : ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতা এবং দুর্নীতির জেরে আবার বিশাল এলাকা জুড়ে ধস। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ব্লকের এগারা পঞ্চায়েতের বাউলহিড় গ্রামে। ২০১৭-তেও এই গ্রামে বিশাল ধস নেমেছিল। বৃহস্পতিবার আবার ধসে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ খনি থেকে কয়লা তোলার পর গহ্বরগুলিতে ঠিকঠাক বালি ভরাট না করার কারণেই বারে বারে এমন ভয়াবহ ধসের ঘটনা ঘটছে।

আরও পড়ুন-দুর্গাহুড়ি ইকোপার্ক বাঁচাতে উদ্যোগী প্রশাসন

গ্রামের কয়েকজন জঙ্গলে ছাগল চরাতে গিয়ে লক্ষ্য করেন, প্রায় আট-দশ ফুট ব্যাসার্ধের এক বিশাল গহ্বর। আর তা থেকে ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে। তাঁরা তৎক্ষণাৎ পুলিশকে জানান। পুলিশই ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে অমৃতনগর কোলিয়ারি থেকে ঘটনাস্থলে আসেন এক ইসিএল আধিকারিক। ২০১১-য় এই এলাকায় ভয়ঙ্কর ধসের পর স্থানীয়দের একটি পুনর্বাসন সংক্রান্ত কার্ড দেওয়া হয়েছিল ইসিএলের পক্ষ থেকে। কিন্তু গ্রামবাসীদের হাতে সেই কার্ড থাকলেও গ্রামের একজনকেও এখনও দেওয়া হয়নি কোনও পুনর্বাসন প্যাকেজ। গ্রামবাসীদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের একাংশের সঙ্গে ঠিকাদারদের গোপন আঁতাত থাকায় বালি ভরাট না করেই কোটি কোটি টাকা বিল নিয়ে নেন। তাতেই বারে বারে মানুষের জীবন-জীবিকা প্রশ্নের মুখে পড়ছে। আতঙ্কিত গ্রামবাসীরা অনেকেই গ্রামের বাইরে ফাঁকা মাঠে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন।

Latest article