প্রতিবেদন : রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের উদ্যোগ চলতি নভেম্বর জুড়ে শিশুদের দত্তক নেওয়ার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা মাসজুড়ে দত্তক মাস কর্মসূচি পালন করছে সমাজকল্যাণ দফতর। অনাথ শিশুদের দত্তক নেওয়ার ক্ষেত্রে মানুষকে আরও আগ্রহী করে তুলতে এই উদ্যোগ বলেই জানা গিয়েছে। এরই মধ্যে যাঁরা শিশুদের দত্তক নিয়েছেন এবং যাঁরা দত্তক নেওয়ার লাইনে আছেন, এরকম অভিভাবকদের নিয়েই শনিবার দুপুরে সল্টলেকের এফডি পার্কের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন বিধাননগর পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান কৃষ্ণা চক্রবর্তী। দফতরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা অবশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ছিলেন দফতরের ডিরেক্টর সংঘমিত্রা ঘোষ-সহ অন্য আধিকারিকরা।
আরও পড়ুন-রাজ্যের মানবিক উদ্যোগ, বৃদ্ধাশ্রমে দুয়ারে সরকার
অনুষ্ঠানে কৃষ্ণা চক্রবর্তী বলেন, এরকম অনুষ্ঠানে আসতে পেরে একজন মা হিসেবে আমি গর্বিত। সেই সঙ্গে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর দফতরের মন্ত্রী ডাঃ শশী পাঁজাকেও ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, অতীতে দত্তক নেওয়া মোটেই সহজ ছিল না। আমরা এ বিষয়ে অনেকটা অন্ধকারে ছিলাম। কিন্তু এ নিয়ে এখন মানুষের উৎসাহ অনেকটাই বেড়েছে। মানুষ দত্তক নিতে এগিয়ে আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিশুদের ভালবাসেন। তিনি এ কাজে সব সময় আমাদের উৎসাহ দেন। এই বাচ্চারা আমাদের রাজ্য তথা দেশের ভবিষ্যৎ। তারা মাথার ওপর একটা ছাদ পাচ্ছে, এটা বিরাট কাজ। সেই সঙ্গে মায়েরাও তাঁদের সন্তানকে পেয়ে খুশি। এ জাতীয় উদ্যোগকে এগিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবারই বলেই জানান কৃষ্ণা চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে হাজির ছিলেন বিনীতা ঝা, অনন্যা চক্রবর্তী, নীলাঞ্জনা মান্নারাও।