নেত্রীকে প্রধানমন্ত্রী করার ডাক

Must read

প্রতিবেদন : বাংলার দ্বিতীয় স্বাধীনতার লড়াই। এই লড়াইয়ে জিতে প্রধানমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর ডাক দিয়েছেন শিক্ষক সমাজ। এই লক্ষ্যেই শিক্ষকদের এগোতে হবে। শনিবার বহরমপুর রবীন্দ্রসদনে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন পলাশিপাড়ার বিধায়ক তথা রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য।

আরও পড়ুন-রাজ্যের মানবিক উদ্যোগ, বৃদ্ধাশ্রমে দুয়ারে সরকার

তিনি বলেন, রাজনৈতিক বার্তা হলেও আমি একজন বিধায়ক। স্বভাবতই একথা বলতে আমার কোনও বাধা নেই। এই সম্মেলনে তিনি বলেন, মুর্শিদাবাদের সামনে পুরভোট। আপনারা শিক্ষক। মানুষের কাছে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে আরও তুলে ধরুন। জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাতে হবে। জেলার উন্নয়ন মানেই রাজ্যের উন্নয়ন। এই সম্মেলন থেকে শিক্ষকরা একযোগে শপথ নিয়েছেন, মানুষের কাছে তাঁরা যাবেন, তুলে ধরবেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা। মানিকবাবু বলেন, পরিবর্তনের সরকার আসার পর শিক্ষকরা মাসের প্রথম দিনেই বেতন পান। যা দেশের কাছে নজির। কারণ বাংলাকে কেন্দ্রের আর্থিক বঞ্চনার সামনে দাঁড়িয়ে উন্নয়নের কাজ করতে হয়। তাই শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের কাছে। সে-কথাই স্মরণ করিয়ে দিয়েছেন মানিকবাবু। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী চান শিক্ষাকে তৃণমূলস্তরে পৌঁছে দিতে। এজন্য এ রাজ্যে প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে এবং হচ্ছে। স্বভবতই শিক্ষকরা এই সরকারের প্রতি দায়বদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। বহরমপুরের সম্মেলেন শিক্ষকরা সেই কৃতজ্ঞতাই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীর প্রতি।

Latest article