প্রতিবেদন : মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে দলীয় কর্মীদের জনসংযোগে জোর দেওয়ার কথা বলেছেন। তাঁর নির্দেশ মেনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারাবছরই চলে জনসংযোগ। পুজোর পর বিজয়া সম্মিলনীর মাধ্যমে দেওয়া হয় সকলকে একত্রিত করার বার্তা। প্রতিবছরের মতো এবারও উত্তর-দক্ষিণের জেলাগুলিতে হবে বিজয়া সম্মিলনী। দলের নির্দেশিকা পৌঁছনোর পরই জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
আরও পড়ুন-অন্ধ্রে ২ ট্রেনের ধাক্কায় মৃত ৬, দেওয়া হল হেল্পলাইন নম্বর
দলের নির্দেশিকা অনুযায়ী নভেম্বরের ১-১০ তারিখের মধ্যে প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে হবে বিজয়া সম্মিলনী। এই মর্মে রবিবার উত্তরের কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা-সহ বেশ কয়েকটি জায়গায় হল প্রস্তুতিসভা। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা। আলিপুরদুয়ারের জেলা সভাপতি তথা সাংসদ প্রকাশ চিক বড়াইক জানিয়েছেন, জেলার প্রতিটি ব্লক এবং অঞ্চলে হবে বিজয়া সম্মিলনী। দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল মহিলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানিয়েছেন, দলের নির্দেশিকা এসে পৌঁছেছে। সোমবার হবে প্রস্তুতি বৈঠক। প্রস্তুতি পর্ব শেষ হলেই প্রথমে ব্লকগুলিতে এবং পরে অঞ্চলে শুরু হবে বিজয়া সম্মিলনী।